ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন গেইল 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৯:৩৭ এএম ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন গেইল 
ফাইল ফটো

 

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের যাওয়ার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। 

ব্যাটিং দানব নামে খ্যাত ৩৯ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান গেইল এখন পর্যন্ত ২৮৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩৭.১২ গড়ে ৯ হাজার ৭২৭ রান করেছেন। ১৯৯৯ সালে ওয়ানডে অভিষেক হওয়া গেইলের চেয়ে এই ফরম্যাটে শুধুমাত্র কিংবদন্তি ব্রায়ান লারার রানই বেশি। ২৯৯ ম্যাচ খেলে লারা করেছিলেন ১০ হাজার ৪০৫ রান। 

নিজের অবসর প্রসঙ্গে গেইল বলেন, 'এবার আমি নিজের চলার পথের সীমানা এঁকে দিতে চাই। ইয়াং স্টারদের দলে প্রবেশের জন্য আমি দড়ি কেটে দিতে চাই, যাতে তারা মজা ও উপভোগ করতে পারে এবং আমি পার্টি স্ট্যান্ডে বসে তা দেখতে পারি'। 

বিশ্বকাপ জয়ের মধ্যদিয়ে ওয়ানডে ক্যারিয়ারের স্মরণীয় সমাপ্তি সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে গেইল সাফ বলে দেন, 'অবশ্যই সম্ভব। এমনটি হলে আমি ইয়াং স্টারদের কাছে ঋণী থাকবো। তারা আমার জন্য ট্রফি জয়ের চেষ্টা করতে প্রস্তুত। তবে আমি নিজের ভালো করা নিয়েও চিন্তা করছি।'  

তিনি বলে, 'এই বছর আমার জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি আশা করি ২০১৯ সালটা চিরস্মরণীয়ভাবে শেষ করতে পারবো। আমি মনে করি ইংল্যান্ড আমাকে সাদরে আমন্ত্রণ জানাবে। তারপর আমি টুর্নামেন্টে (বিশ্বকাপ) বিস্ফোরণ ঘটাবো এবং সবাইকে বলবো ধন্যবাদ। এবার ইয়াং স্টারদের পালা। ' 

বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি লীগ খেলে ক্রিকেটের ফেরিওয়ালা নামেও খ্যাতি কুড়িয়েছেন গেইল। এ প্রসঙ্গে তিনি বলেন- 'আমি বিশ্বের সব টুর্নামেন্টে খেলার ঐতিহ্য প্রতিষ্ঠার চেষ্টা করছি। সবকিছুর জন্য সবার প্রতি শুভকামনা রইল। দেখা যাক কি হয়'। 

আরএস