পর্যটকদের জন্য খুলে গেল ইউরোপের ৪ দেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৩:৫২ পিএম পর্যটকদের জন্য খুলে গেল ইউরোপের ৪ দেশ

করোনা মহামারিতে পর্যটকদের জন্য় বন্ধ ছিল গোটা বিশ্বের দরজা। তবে পরিস্থিতি কিছুটা নাগালে আসার পর ইউরোপের কিছু দেশ পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পর্যটকদের  নিরাপদে ভ্রমণ নিশ্চিতে ব্যবস্থাও নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে,  ভ্যাকসিন পাসপোর্ট থাকলেই গ্রীষ্মের ছুটিতে ইউরোপের সীমারেখার মধ্যে যেকোনো দেশ ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। খবর বিবিসি।

স্বাস্থ্যবিধি মেনে গ্রীষ্মকালীন ছুটিতে ইউরোপের কোন দেশগুলোতে ভ্রমণে ছুটে যেতে পারবেন, তা জানাব এই আয়োজনে।

বুলগেরিয়া

ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী, বুলগেরিয়া ভ্রমণে পর্যটকদের থাকতে হবে ভ্যাকসিন পাসপোর্ট। সেখানে তারা অবস্থান করতে পারবেন সর্বোচ্চ ৩ সপ্তাহ। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন দেশটিতে। দেশটির সরকার জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি করোনা সংক্রমণে সীমাবদ্ধতা রাখা সম্ভব হয়, তবে সুবিধাগুলো উন্মুক্ত করা হবে। 

গ্রিস

গ্রিসের দরজাও পর্যটকদের জন্য় খুলে দেওয়া হয়েছে। গরমের ছুটি যথাযথ উপভোগ করতে গ্রিস ভ্রমণের বিকল্প খুব কমই হতে পারে। গ্রিস প্রশাসন পর্যটকদের সুরক্ষায় ব্যবস্থাও করেছেন। পর্যটকরা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া যারা ভ্যাকসিন নেননি তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে দেশটি ভ্রমণ করতে পারবেন।

পোল্যান্ড

গরমের ছুটি কাটাতে পারছেন পোল্যান্ডেও। করোনা পরিস্থিতি এই দেশে অনেকটাই স্বাভাবিক হয়েছে। বাচ্চাদের স্কুলও খুলে দেওয়া হয়েছে। রেস্তোরাঁ, দর্শনীয় স্থানগুলোও খোলার অনুমতি পেয়েছে। ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পর্যটকরা রওনা দিতে পারেন। তবে ঘুরে বেড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

জার্মানি

জার্মানির দরজাও খোলা। পর্যটকদের গ্রিসের মতো জার্মানিতে প্রবেশে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে। তবে জার্মানিতে প্রবেশ করতে অনলাইনে আবেদন করে রেজিস্টার করতে হবে। তবে ভ্যাকসিন না দেওয়া থাকলে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশটি ভ্রমণ করা যাবে কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।