
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মানুষ এক সময় কৌতুক করে বলতেন, কোন বিভাগে রেললাইন নাই, সবাই বলতেন বরিশাল। সেই বরিশাল এখন আর আবহেলিত থাকবে না। পদ্মা সেতুর বদৌলতে আমাদের বরিশালে রেললাইন হচ্ছে। পদ্মা সেতু বরিশালবাসীর জন্য আশীর্বাদ।
শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‘বরিশাল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্তমন্ত্রী বলেন, বরিশাল দেশের অবহেলিত বিভাগ। এই অবহেলিত বিভাগ পদ্মা সেতুর বদৌলতে আর অবহেলিত থাকবে না, রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সড়ক পথের উন্নয়নের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালে বিভাগ সমিতির সভাপতি আজিজুল হক ভূঁইয়া।
এমএম/এএস