নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মান্নান নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অন্তত ৫ যাত্রী। আহতরা হলেন- দশ বছরের এক শিশু আফসান, তার বাবা আমির উদ্দিন (৪০) ও মা উম্মে হুজাইফা (৩০) বাকী ২ জনের নাম জানা যায়নি।
বুধবার (২৬ মার্চ) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের শহর তলীর বড় হরিশপুর পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। নিহত মান্নান নাটোর সদর উপজেলার করটোয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের লোকজন আহতদে উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল নেয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস রাজকীয় পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৬৬১৬) দুপুর পৌঁনে ১২টার দিকে নাটোর শহর তলীর বড় হরিশপুর পুলিশ লাইনের কাছে একটি তেল পাম্পের সামনে পৌঁছে। এ সময় বিপরীতমুখী যাত্রীবাহী একটি অটোকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোর চালক আব্দুল মান্নানসহ ওই অটোতে থাকা দশ বছরের এক শিশু আফসান, তার বাবা আমির উদ্দিন (৪০) ও মা উম্মে হুজাইফাসহ (৩০) অন্তত ৫ আহত হয়। তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপরে নাটোর আধুনিক সদর হাসপাতালের আর এমও মাহবুর রহমান জানন, সড়ক দুর্ঘটনায় ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তার মধ্যে গুরুতর অস্থায় একজন অটোচালক আব্দুল মান্নানসহ একই পরিবারের শিশু আফশান, উম্মে হুজাইফা এবং আমির উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অস্থায় বিকাল ৫টার দিকে আব্দুল মান্নান মারা যায়।
এসএস/টিএফ