
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির মধ্যে কোনো বিভক্তি নেই- দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টিকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে। দলের চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সব নেতা কর্মী কাজ করছে। এ সময় রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার যথাযথ কারণ উদঘাটনে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাহো/এএস