• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৮:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৮:২৬ পিএম

রোববার সচিবালয়ে অফিস করবেন ওবায়দুল কাদের 

রোববার সচিবালয়ে অফিস করবেন ওবায়দুল কাদের 
ওবায়দুল কাদের

পদ্মা সেতুসহ চলমান সকল উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করতে কাল ( রোববার) সচিবালয়ে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন তিনি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্ত্রণালয়ের দুটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও নিজ দফতরে অফিস করবেন। 

ওবায়দুল কাদের দীর্ঘ চিকিৎসা শেষে গত ১৫ মে (বুধবার) সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন পরে থাকা কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

জানা গেছে, বৈঠকে তিনি ঈদ যাত্রা আনন্দদায়ক করতে একগুচ্ছ নির্দেশনা দেবেন।

দেশে ফেরার পর প্রথমবারের মতো রোববার (১৯ মে) সকাল ১০টায় গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করবেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এমএএম/এসএমএম