• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৪:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৪:২৪ পিএম

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ঈদ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (১৯ মে) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে ব্লক রেইড দেওয়া হবে। এছাড়া ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোষ্ট বসানো হবে। মানুষ ঈদে বাড়ি যাওয়ার পর রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তায় টহল জোরদার করা হবে। ঈদের এই সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। জঙ্গী হামলার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে গোয়েন্দা সংস্থা তৎপর আছে।

ঈদে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ে বেতন বোনাস দিয়ে পর্যায়ক্রমে তাদের ছুটির ব্যবস্থা করা হবে।
বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে, পেশাদার ড্রাইভার ছাড়া গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এমএএম/এসজেড