• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০২:৩০ পিএম

শিক্ষামন্ত্রীর সাথে আইইউবিএটির উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সাথে আইইউবিএটির উপ-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আইইউবিএটির পরিবারের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত ১১ জুন মঙ্গলবার বেলা ২টায় শিক্ষামন্ত্রীর কার্যলয়ে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনিকে আইইউবিএটিরর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- আইইউবিএটির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি আইইউবিএটির উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ এর সাথে কুশল বিনিময় করেন এবং আইইউবিএটির খোঁজখবর নেন।

আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, বিশ্ববিদ্যালয়য়ের সার্বিক বিষয় মন্ত্রীকে অবহিত করেন এবং আইইউবিএটি পরিদর্শনের আমন্ত্রণ জানান।  

টিএফ