অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নতুন উচ্চতায় পৌঁছেছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনের ১৫ কার্যদিবস শনিবার (২৯ জুন) দুপুর ২টা পর্যন্ত চিফ হুইপ নূর ই আলম চৌধুরীসহ ২৬৭ জন সদস্য বক্তব্য রাখেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা বক্তব্য রাখবেন। সবমিলিয়ে বক্তব্য রাখবেন ২৭০ জন।
শনিবার (২৯ জুন) বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধান হুইপ। তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সংসদ সদস্যদের বাজেটের ওপর আলোচনা। এরপর সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, অর্থমন্ত্রীর বক্তৃতা শেষে অর্থবিল-২০১৯ পাস হবে।
নূর ই আলম চৌধুরী বলেন, বাজেট ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়ন করতে পারব। এ সংসদের প্রথম বাজেট অধিবেশন, অনেককেই সময় দিতে পারিনি। এ অধিবেশন মাত্র ১৫ দিনের, তারপরও দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সদস্য বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ২৬৫ জন বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছিলেন। এবারই এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্য বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। এবার ২০১৯-২০ অর্থবছরের মাত্র ১৫ কার্যদিবসে আমিসহ ২৬৭ জন এরই মধ্যে বক্তব্য দিয়েছি। এরপর সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, অর্থমন্ত্রী বক্তব্য দেবেন। সে হিসেবে ২৭০ জন বাজেটের ওপর বক্তব্য রাখবেন। এটা একটা রেকর্ড।
এরপর ডেপুটি স্পিকার বলেন, অতীতের সব অধিবেশনের চেয়ে সবচেয়ে কম কার্যদিবসে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য অংশ নিয়েছেন। আপনারা একটা রেকর্ড সৃষ্টি করেছেন।
এইচএস/বিএস