
আগামী ১৩ জুলাই বাংলাদেশে তিন দিনের সফরে আসবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নের চিত্র কোরিয়ার প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান। এর আগে বাণিজ্য মন্ত্রী বাংলাদেশস্থ কোরিয়ার রাষ্ট্রদূত মি. হুকং (Mr. Hukang) এর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন।
বাণিজ্য মন্ত্রী জানান, কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দেড়শত জন সফর সঙ্গী আসছেন। এর মধ্যে ১০০ জন বিজনেস প্রতিনিধি থাকবে।
টিপু মুনশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী কোরিয়া।
গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বে সত্য। তবে গ্যাসে সরকারের ভর্তিুকি কমাতে আর কোন বিকল্প ছিল না। ব্যবসায়ীরা দক্ষতার সাথেই এই পরিস্থিতি মোকাবিলা করবেন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।
এমএএম/টিএফ