
দলের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের লাগাম টেনে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসিপ্লিন ব্রেক করার বিষয়ে যাতে কেউ আসকারা না পায় সেজন্য লাগাম টেনে ধরা দরকার।
এ বিষয়ে রোববার (০৭ জুলাই) দুপুরে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আলোচনা হয়েছে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।
বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমসুদ চৌধুরী, একে এম এনামুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।
এএইচএস/বিএস