
আগামী শুক্রবার (১৯ শে জুলাই) লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তাঁর সফর উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি সোমবার পূর্ব লন্ডনে একই সময়ে মাত্র কয়েকশ গজ দূরত্বে আলাদা আলাদা প্রস্তুতি সভা করেছে।
শুক্রবার লন্ডন সময় বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর লন্ডনে পৌঁছার কথা রয়েছে।
যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার লন্ডন সময় রাত আটটায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে প্রস্তুতি সভা ডেকেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সোমবার স্থানীয় সময় রাত আটটায় জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিক্ষোভ প্রস্তুতির আয়োজন নিয়ে যুক্তরাজ্য বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
উল্লেখ্য, বাঙালি অধ্যুষিত পুর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার ও হোয়াইট চ্যাপেলের বিএনপির অস্থায়ী কার্যালয়ের দূরত্ব মাত্র কয়েকশ’ গজ।
আরআই