
দেশে চলমান বন্যাসহ যেকোন দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় তিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ বুধবার (১৭ জুলাই) সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের প্রথম কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেনাবাহিনী প্রধান বলেন, বৈঠকে তেমন কিছু আলোচনা হয়নি। তবে আমরা বলেছি, যে কোন পরিস্থিতিতে আমরা সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।
ডিসি সম্মেলনে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী উপ-প্রধান উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এমএএম/আরআই