
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরাকারের জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর দায়িত্ব পালন করুন ডিসিদের নিদের্শনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় কার্য অধিবেশনে তিনি এসব নির্দেশনা দেন।
ডিসিদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে অভিযানের লক্ষে আলাদা ফোর্স গঠনের দাবির বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এটার আসলে প্রয়োজন নেই। কারণ পুলিশ সব সময় ডিসিদের সব কাজে সহযোগিতা করে আসছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা তাদেরকে অবহিত করা হয়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূল করা আমাদের নির্বাচনি অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে ডিসিদের সক্রিয় ও কঠোর থাকতে বলেছি।
তিনি বলেন, আমরা ডিসিদের বলেছি -শুধু অভিযানই নয়, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তাদের সহযোগিতা চাই।
‘নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আজ ডিসিদের কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি না’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না এ বিষয়টি নিয়ে কোন আলোচনা হয়নি।
বিস্তারিত আসছে......
এমএএম/একেএম