
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে (গোলাম মোহাম্মদ কাদের) ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যমুনা গ্রুপ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় আনুষ্ঠানিকভাবে তারা শুভেচ্ছা জানান।
এ সময় যমুনা গ্রুপের পরিচালক এসএম আবদুল ওয়াদুদ এবং দৈনিক যুগান্তরের সিটি এডিটর বিএম জাহাঙ্গীর যমুনা গ্রুপের পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
ফুলেল শুভেচ্ছা জানাতে আসা যমুনা গ্রুপের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও যমুনা গ্রুপের শুভ কামনা করেন বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
টিএস/বিএস