• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ১২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ১২:৩৪ পিএম

সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে মশা নিধনে : স্বরাষ্ট্রমন্ত্রী

সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে মশা নিধনে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

এডিস মশা নিধনে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতা র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। ২০০০ সালের প্রথম দিক থেকেই এ রোগের সঙ্গে আমাদের পরিচয় হয়। গেল বছরের আগ পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এবার চিন্তার বিষয় আছে। আর তাই এই এডিস মশা নিধনে সরকারের যে প্রচেষ্টা ছিল সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জমে থাকা পানি থেকে এই মশা সহজে বংশ বিস্তার লাভ করে। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেদের আগে সচেতন হতে হবে। তাহলেই এই রোগ ও মশা থেকে আমরা মুক্তি পাব।

এইচএম/বিএস