• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ১২:৩৫ পিএম

অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল -ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রিয়া সাহার কাছ থেকে তার অভিযোগের প্রমাণ চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় ধানমণ্ডির বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে প্রিয়া সাহা বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

জেডএইচ/একেএস
 

আরও পড়ুন