• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ০৫:১৫ পিএম

বন্যাদুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পাঠানোর সুপারিশ

বন্যাদুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পাঠানোর সুপারিশ
বন্যাকবলিত একটি এলাকা-ছবি : জাগরণ

কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলসহ দেশের বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বৈঠকে বন্যা প্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণ প্রকল্প সর্ম্পকে আলোচনা হয়। কমিটি সঠিক স্থান নির্বাচন করে জনস্বার্থে ও প্রয়োজনের নিরিখে সেতু/কালভার্ট নির্মাণ করার সুপারিশ করে। এছাড়াও এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য পরামর্শ প্রদান করা হয়।

এইচএস/এসএমএম

আরও পড়ুন