• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৬:৩৯ পিএম

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে, এটাকে মহামারী বলা যাবে না’

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে, এটাকে মহামারী বলা যাবে না’
ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক -ছবি : জাগরণ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটাকে মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সমন্বয় করে কাজ করছি।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ড এন্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মতো এডিস মশারও প্রজনন বাড়ছে। এডিস মশা এখন শহরভিত্তিক হয়ে গেছে। ডেঙ্গু আক্রান্তদের আমরা সেবা দিচ্ছি এবং   দায়িত্ব নিয়েছি। ক্ন্তিু মশা মারার দায়িত্ব তো আর আমাদের নয়। এডিস মশার প্রজনন ক্ষমতা এতো বেশি যে তা নিধনে দুই ডিসিসিকে বেগ পেতে হচ্ছে। যার কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তারপরেও আমরা সমন্বয় করে ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, প্রতিরাতেই ডেঙ্গু নিয়ে আমার সঙ্গে লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হচ্ছে। প্রধানমন্ত্রী বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ করে ডেঙ্গু রোগীরা যাতে সুচিকিৎসা পায় সে বিষয়ে বিশেষ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটাকে মহামারী বলা চলবে না। এই পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে। সব ব্যবস্থাই চলছে। আমরা সমন্বয় করে কাজ করছি।


এইচএম/একেএস

আরও পড়ুন