• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৬:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০১৯, ০৭:০২ পিএম

২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৩ জন

১০ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা  

১০ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা  
রাজধানীর হলিফ্যামেলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা- ছবি: কাশেম হারুন

ডেঙ্গুরোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই রাত ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন আক্রান্ত ৬৮৩ জন নিয়ে এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ৬৮৩ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৩ জন, মিটফোর্ড হাসপাতালে ৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২২জন, বারডেম হাসপাতালে ১২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ওই ২৪ ঘণ্টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১২জন, সেন্ট্রাল হাসপাতালে ৩১ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, ইসলামী  ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৪ জন, ইউনাইটেড হাসপাতালে ৬ জন, খিদমা হাসপাতালে ১৫ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, অ্যাপোলো হাসপাতালে ১১ জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৯ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ বছর জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত ১০৫২৮ জনের মধ্যে বর্তমানে ভর্তি আছেন ২৬৭১ জন, হাসপাতাল থেকে ছুটি মিলেছে ৭৮৪৯ জনের এবং ‍মৃত্যুবরণ করেছেন ৮ জন বলে জানান হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার। 
আরএম/বিএস 
 

আরও পড়ুন