
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কথা বলে জাতীয় পার্টির মহাসচিবের নামে একটি প্রতারক চক্র চাঁদাবাজী করছে বলে জানিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো দলটির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।
প্রেসি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, একটি প্রতারক চক্র জাতীয় পার্টির ত্রাণ বিতরণ কর্মসূচির নাম করে চাঁদাবাজী শুরু করেছে। চক্রটি জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে ত্রানের নামে দেশ-বিদেশে টাকা চাচ্ছে। এছাড়া ০১৫৩২৩৭৮২৮১ নম্বর থেকে ফোন করে নিজেকে জাতীয় পার্টি মহাসচিবের এপিএস পরিচয় দিয়ে ত্রানের নামে চাঁদাবাজী করছে।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের প্রতারক চক্র থেকে সাবধান হতে বলেছেন। কেউ ত্রানের জন্য অনুদান দিতে চাইলে অবশ্যই অফিসে এসে রশিদ গ্রহণের মাধ্যমে অনুদান দিতে অনুরোধ করেছেন তিনি। প্রতারক চক্রের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
টিএস/টিএফ