
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কোহিনুর আক্তার (৩২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এসআই কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাংগাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সের এক শিশু সন্তান রয়েছে।
এসআই কোহিনুরের সহকর্মী এসআই সালেহ ইমরান জানান, কোহিনুর আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরআই