
‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব, প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে টেলিভিশনসহ দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত দু’ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করেছে নৌ-মন্ত্রণালয়। এই নতুন কমিটি ২৯ জুলাই থেকে কার্যকর থাকবে। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় আজ একটি অফিস আদেশ জারি করেছে।
পুনর্গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক হলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। সদস্যরা হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এবং উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম।
কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।
এমএএম/আরআই