
অবশেষে নির্বাচনকালীন মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ পত্র গৃহিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই পদত্যাগ পত্র গ্রহন করে স্বাক্ষর করেছেন। যে কোন সময়ে জারি করা হবে প্রজ্ঞাপন। রাত ৮টায় এই রিপোর্ট লেখার সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার এক মাস পর তাদের পদত্যাগ পত্র গৃহীত হলো। রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দিকে মন্ত্রিপরিষদ থেকে চার মন্ত্রীর পদত্যাগ পত্র রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবশফিউল আজিম। এর পর রাষ্টপতি তা গ্রহণ করে অনুমোদন করে স্বাক্ষর করেন। নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে অব্যাহতি পাওয়া এ চার টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন- অধ্যক্ষ মতিউর রহমান (ধর্মবিষয়ক মন্ত্রণালয়), নুরুল ইসলাম বিএসসি (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয়) এবং মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়)।
গত ৬ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। এইদিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন।
এম.এম/জেডএস