
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফকরুল আলম (৪৮) নামের যুবলীগের এক নেতাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা আল আমীনকেও (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজনের বাড়িই উপজেলার রতনপুরে। ধৃত ফকরুল আলম রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রতনপুর ইউপির সাবেক সদস্য (মেম্বার)।
পুলিশ জানায়, রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে ওই যুবলীগ নেতার নেতৃত্বে মাদক কারবার চলছিল। শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর দক্ষিণপাড়া ব্রিজের কাছ থেকে ২৫ পিস ইয়াবাসহ এদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইহসানুল হক বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের শনিবার (১০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এটি ষড়যন্ত্র কি না সেটি খতিয়ে দেখে ঘটনার সত্যতা পাওয়া গেলে ধৃত যুবলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এনআই