• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৮, ০৮:৫৩ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন : চুমকি

খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন : চুমকি
শুভেচ্ছা বিনিময় করছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি


খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজেদের কখনও যেনো সংখ্যালঘু মনে না করেন এ ব্যাপারে নিজের সচেতন হওয়ার আহ্বান  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে গাজীপুরে তুমলিয়া বড়দিন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর পর তিনি
তুমলিয়া খ্রিস্টান প্যারিস ধর্মপল্লীতে শুভেচ্ছা বিনিময় ও বড়দিনের কেক কাটায় অংশ নেন। 

প্রতিমন্ত্রী  চুমকি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। 

 
টিএফ/এসএমএম