• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৮:৩২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২০, ০৮:৩২ পিএম

এবার কোভিডে আক্রান্ত সিলেটের এক চিকিৎসক

এবার কোভিডে আক্রান্ত সিলেটের এক চিকিৎসক

করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত প্রথমবারের মতো একজনকে শনাক্ত করা হয়েছে সিলেটে

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি জানান, শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। পেশায় ডাক্তার। তার বয়স ৪৫ বছর। নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনি বসবাস করতেন। সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় শনিবার (৪ এপ্রিল) তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর পাঠানো হয়।

রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে। রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।

শনাক্ত রোগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে । পাশাপাশি তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে।

এসএমএম