• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২০, ০৩:০৩ পিএম

কোভিড-১৯

শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা

শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা

দেশে গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে কোভিড-১৯ এর আক্রান্ত হিসেবে কম মানুষ শনাক্ত হয়েছে। তবে এদিন ৬ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ৯৪ জনের মধ্যে অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ৪২৪ জনে। মোট মৃত্যুর সংখ্যা ২৭।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা উপস্থিত ছিলেন। তিনি কোভিড-১৯ এর বিস্তারিত তথ্য তুলে ধরেন।

১ হাজার ১৮৪  জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৯ ও নারী ২৫। সবচেয়ে আক্রান্ত হয়েছে ঢাকায় ৩৭। এর পর আছে নারায়ণগঞ্জ ১৬। নমুনা পরীক্ষার দিক দিয়েও সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। সেদিন আরেকজনের মৃত্যু হয়।

এর আগে বুধবার (৮ এপ্রিল) আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশ এসংক্রমণের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্তরের মাঝামাঝিতে রয়েছে। ভাইরাসটি কমিউনিটিতে ছড়িয়ে পড়লেও সেটা এখনও ক্লাস্টার আকারে রয়েছে।

দেশে কোভিড-১৯ প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কোভিড-১৯ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। শুক্রবার (১০ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ৯৫ হাজার ৭২২ জন। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ২৭৯ জন নিয়ে প্রাণহানিতে এখনও শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ৪৪৭, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ১ হাজার ৩৪১ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন কোভিড সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে চার লাখ ৫৫ হাজার ৪৫৪। এর পরে আছে স্পেন এক লাখ ৫২ হাজার ৪৪৬।

এসএমএম

আরও পড়ুন