• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০৬:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২০, ০৬:২২ পিএম

কোভিড-১৯

ইদুরের ওপর ভ্যাকসিন প্রয়োগ, ফলাফল পজেটিভ

ইদুরের ওপর  ভ্যাকসিন প্রয়োগ, ফলাফল পজেটিভ
প্রতীকী ছবি

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী কিজমেকিয়া কোরবেট। চলতি মাসের শুরুর দিকেই গবেষণায় এগিয়ে যায় তার দল। নর্থ ক্যারেলিনায় জন্ম নেয়া এই নারী ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) গবেষকদের নেতৃত্ব দিচ্ছেন ভ্যাকসিন উদ্ভাবনের ব্যাপারে।

তারা দল চেষ্টা করছেন, কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যায়। এমনই একটি ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছেন তারা। এরই মধ্যে তাদের তৈরি ভ্যাকসিন ইঁদুরে প্রয়োগ করা হয়েছে বলে জানান গবেষকরা।

ভ্যাকসিনটি কার্যকর হলে ইঁদুরের রক্তের বর্ণ নীল হয়ে যাওয়ার কথা।

কিজমেকিয়া দাবি করেছেন, ইঁদুরের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই রক্তের বর্ণ নীল হতে শুরু করে। তার মানে এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে কাজে দিচ্ছে। এটা সত্যিই অনেক বিষ্ময়কর ফল বলেও মনে করেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এই ভ্যাকসিনের। ২০২১ সালের মাঝামাঝি এই ভ্যাকসিন বাজারে আসতে বলে জানিয়েছেন তিনি। সময়নিউজ।

এসএমএম

আরও পড়ুন