• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ১১:৩৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ১১:৩৮ এএম

বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্ত প্রথম ব্যাক্তির মৃত্যু

বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্ত প্রথম ব্যাক্তির মৃত্যু

বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের মোঃ খলিলুর রহমান বিশ্বাস (৭২) নামের এক অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তার কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজেটিভ আসে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন৷ 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব আহসান মৃত ব্যাক্তির কোভিড-১৯ এ আক্রান্তের ব্যাপারে নিশ্চিত করেন। উপজেলা প্রশাসন উক্ত ব্যাক্তির বাড়ি সহ আশে পাশের ১৩টি ও মৃতের মেয়ের শশুর বাড়ির এলাকা লক ডাউন করেন। লক ডাউনের বিষয়ে বেতাগী থানার পরিদর্শক জনাব আমিনুল ইসলাম নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, মৃতের কনিষ্ঠ পুত্র কিছুদিন আগে ঢাকা হতে জ্বর নিয়ে গ্রামে আসে। এবং সে এখনো অসুস্থ অবস্থায় আছে।

এনএমএইচ/এসকে