• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০, ১০:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২০, ০১:০৭ এএম

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আহত কিশোরের মৃত্যু

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আহত কিশোরের মৃত্যু
সংগৃহীত ছবি

পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমুন রায় অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৯ টার দিকে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে রতনীবাড়ী প্রধানপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায় ছেলে শিমুন রায়সহ নিজেদের পাটক্ষেত কাজ করছিল।বিকেল ৪টার দিকে ভারতের খয়েরবাড়ী সীমান্তে একদল বিএসএফ সদস্য ঘটনাস্থলে এসে কাজে বাঁধা দেয়। এ সময় শিমুন রায় নিজের জমিতে বেড়া তৈরি করছিল। কাজ বন্ধ করতে  উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। পেট দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টায় সে মারা যায়।

পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী শিমুন মারা যাওয়ার কথা স্বীকার করেছেন।

বিজিবির নীলফামারী ৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মামুনুল হক জানান, আমরা খবর পেয়ে বিএসফের বক্তব্য নেয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহবান জানানোর প্রক্রিয়া চলছে।

এসএমএম

আরও পড়ুন