• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ০৩:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২০, ০৩:৫৯ পিএম

কোভিড-১৯

ঢাকা শহরেই আক্রান্ত ৪৫ শতাংশ

ঢাকা শহরেই আক্রান্ত ৪৫ শতাংশ

সবচেয়ে বেশি কোভিড-১৯ এ আক্রান্ত ঢাকা বিভাগের বাসিন্দারা। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছে সর্বাধিক। বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত ঢাকা মহানগরীতেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭০ জন। যা শতাংশের হিসাবে ৪৫ ভাগ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, পুরান ঢাকা, রাজারবাগ ও মোহাম্মদপুরে সংক্রমণ সবচেয়ে বেশি। পুরান ঢাকার মধ্যে রাজারবাগে ৭০, মোহাম্মদপুরে ৪৪, যাত্রাবাড়ীতে ৩৭ ও লালবাগে ৩৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

বংশালে ৩৪ ও চকবাজারে ৩২ জনসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনারোগী শনাক্ত।

মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১ এ ১৩ জন, মিরপুর-১১তে-১৬, ১২তে-১২, মিরপুর-১৪তে-২১ জন করোনাভাইরাস শনাক্ত।

শাহবাগে ১৬, শান্তিনগরে ১২, তেজগাঁওয়ে ২৪, বাসাবো ১৯, গ্রিনরোডে ১১, গুলশানে ১৯, ধানমন্ডিতে ২৬ ও উত্তরায় ২৫ জন শনাক্ত হয়েছে।

করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন