নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত ও আহত হয়েছেন ৩ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আধুরিয়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নেত্রকোনা জেলার মদন থানাধীন চানগাঁও এলাকার তোফাজ্জল হোসেন (৫০) ও বরিশাল জেলা সদর এলাকার মোহাম্মদ আলী মিয়া (৭০)।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া চেকপোস্ট এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন সিএনজির তিনজন যাত্রী। পরে আশপাশের লোকজন আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই ফতুল্লা এলাকায় যমুনা তেলের ডিপোর সামনে একটি বাড়ির ভাড়াটে বাসিন্দা। নারায়ণগঞ্জ লকডাউন হওয়ায় কাজের সন্ধানে তারা বৃহস্পতিবার সকালে সিএনজিতে চড়ে সিলেটের উদ্দেশে যাত্রা করে এই দুর্ঘটনার শিকার হন।
এসএমএম