• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০, ১০:১৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২০, ১০:১৪ পিএম

কোভিড-১৯

সরকারি কর্মচারীদের ক্ষতিপূরণ ৫ থেকে ৫০ লাখ

সরকারি কর্মচারীদের ক্ষতিপূরণ ৫ থেকে ৫০ লাখ

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে কোনও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এই ভাইরাসের আক্রান্ত হলে বা মৃত্যুবরণ করলে তাকে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার।

একই সঙ্গে ক্ষতিপূরণ পাবেন কোভিড সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত সরকারের অন্যান্য কর্মচারীও।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়।

এতে জানানো হয়, গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত (প্রথম শ্রেণি) কেউ কোভিডে আক্রান্ত হলে ১০ লাখ এবং মৃত্যুবরণ করলে পাবেন ৫০ লাখ টাকা।  ১০ম থেকে ১৪তম গ্রেডের কেউ কোভিডে আক্রান্ত হলে সাড়ে ৭ লাখ এবং মারা গেলে ৩৭ লাখ পাবেন। ১৫তম থেকে ২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ৫ লাখ পাবেন এবং মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড আক্রান্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান।

এরই মধ্যে এই ভাইরাসে চিকিৎসক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চিকিৎসকও। 

এসএমএম

আরও পড়ুন