• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২০, ০৩:৩৮ পিএম

কোভিড-১৯

নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার বেশি

নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার বেশি

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নারীদের তুলনায় পুরুষের মৃতের হার বেশি হওয়ার কারণ কী? প্রজনন বিশেষজ্ঞরা বলছেন, নারীদের দুটিই এক্স ক্রোমজোম হওয়ায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অন্যদিকে, কোনও কারণে পুরুষের ওয়াই ক্রোমজোম অকেজো হয়ে গেলে বেড়ে যায় ভাইরাসে আক্রান্তের ঝুঁকি। এছাড়া, হরমোনের প্রভাবে পুরুষের বেপরোয়া আচরণে বিভিন্ন অঙ্গহানিও এর জন্য দায়ী।

পরিসংখ্যান বলছে, ইতালি, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু হার বেশি। ইতালি ও চীনে দ্বিগুণ। নিউ ইয়র্কে ৬১টি শতাংশ। অস্ট্রেলিয়াতেও তাই। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্করা করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গবেষণা অনুযায়ী, পুরুষের তুলনায় নারীর আয়ুষ্কাল বেশি হওয়ায় এ মুহূর্তে পৃথিবীতে বয়স্ক নারীর সংখ্যাই বেশি। তারপরও পুরুষের মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কি?

প্রজনন বিজ্ঞানীরা বলছেন, বায়োলজিক্যাল ভিন্নতা হতে পারে অন্যতম কারণ।

পুরুষের এ-ক্স ও ওয়াই দুটি ক্রোমজোম। বার্ধক্যের কারণে ওয়াই ক্রোমজোম অকোজো হয়ে গেলে বাড়তে পারে ভাইরাসে আক্রান্তের ঝুঁকি। ওয়াই ক্রোমজোমে এসআরআই ছাড়া অন্য জিনের উপস্থিতি নেই বললেই চলে।

এসআরআই জিন থেকে তৈরি টেস্টোস্টেরন হরমোনে তারতম্য হলে হৃৎরোগের মতো বহুব্যাধির জন্ম হয়। ইস্ট্রোজেনের স্তর নিম্ন হওয়াও পুরুষের হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

নারীদের দুটিই এক্স ক্রোমজোম। প্রতিটি ক্রোমজোমে অন্তত ৬০টি কোরে রোগ প্রতিরোধী জিন থাকে। একটি অকেজো হলে অপরটি কাজ চালিয়ে নিতে পারে। তাই করোনা গোত্রের সার্স, মার্সের মতো ভাইরাস মোকাবেলায় নারীরা শক্তিশালী। অন্যদিকে প্রতিটি ক্রোমজোমে ১ হাজারের বেশি জিন রয়েছে, যেগুলো মস্তিষ্কের কার্যকরিতা, হজমশক্তি ও রক্ত জমাটে সহায়তা করে।

ইস্ট্রোজেনের স্তর স্বাভাবিক হওয়ায় নারীদের হৃদযন্ত্র অতিরিক্ত সুরক্ষায় থাকে।

গবেষণা বলছে, পুরুষের হরমোন ধূমপান, মদ্যপান, মাদকগ্রহণের মতো ঝুঁকিপূর্ণ কাজকে উৎসাহী করে। চীনের অর্ধেক পুরুষই ধূমপায়ী। নারীদের হার মাত্র ২ শতাংশ। ধূমপান যে শুধু শ্বাসযন্ত্রে নানা রোগের কারণ তা নয়, ফুসফুসে ক্যান্সারসহ অন্যান্য ঝুঁকিও বাড়ি দেয়। এ কারণে চীনে পুরুষের মৃতের সংখ্যা বেশি বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, করোনা লড়াইয়ে অধিকাংশ ক্ষেত্রে তারাই হার মানছেন যাদের ফুসফুস, হৃৎযন্ত্রে সমস্যা, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও ডায়াবেটিসের মতো রোগ রয়েছে।সময়টিভি।

এসএমএম

 

আরও পড়ুন