• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০৬:১০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২০, ০৬:১০ পিএম

অঘোষিত লকডাউনের মাসপূর্তি আজ

অঘোষিত লকডাউনের মাসপূর্তি আজ
সংগৃহীত ছবি

অঘোষিত লকডাউনের এক মাস পূর্ণ হলো আজ। এই অবরুদ্ধ জীবনের শেষ কোথায় এমন প্রশ্নই বেশিরভাগ মানুষের মুখে। কেননা কর্মহীন ও অলস জীবনে হাঁপিয়ে উঠেছে সব বয়সীরা। চরম সঙ্কটে নিম্ন আয়ের মানুষ, ধুঁকছে মধবিত্তরা আর উচ্চবিত্তরা দুশ্চিন্তায় ভবিষ্যত নিয়ে।

হাজার কোটি টাকার লেনদেনের ব্যস্ত মতিঝিল অফিস পাড়া আজ নিস্তব্ধ। চেনা রাস্তাপথ আজ যে বড্ড অচেনা। হাজারও পদচারনায় মুখর মহানগীর আজ যেন ঘুমিয়ে আছে কোন এ অশনিসংকেতের কারণে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৬ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। তবুও প্রতিদিনি বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ যেন এক দমবন্ধ পরিস্থিতি।

শিশুরা ভুলতে বসেছে নিত্যদিনের রুটিন জীবন। স্কুল বন্ধ তাই বন্ধুদের সাথে চলছে ভার্চুয়াল আড্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও গেমস সব কিছুই একঘেয়ে লাগছে। তবুও আটকে থাকতে হচ্ছে চার দেয়ালের মাঝেই।

হাজারো মানুষের রুটিরুজির জোগানদাতারা আছেন দুঃশ্চিন্তায়। ব্যবসা বন্ধ হলে কি হবে আগামী দিনে। দীর্ঘ দিনের অবরুদ্ধ জীবন প্রভাব ফেলছে মনের ওপরও। তাই মানসিক চাপ নিয়ে ভাবছেন মনোবিজ্ঞানীরা।

সংক্রমণ ঠেকাতে আপাতত এই অবরুদ্ধ পথের বিকল্প কিছু নেই। তাই যত নিশ্চিত হবে সামাজিক দূরত্ব ততই দূর হবে করোনাভাইরাস।

এসএমএম

আরও পড়ুন