বরগুনায় করোনার উপসর্গ নিয়ে মাইনুর রহমান নিশাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন এই যুবক মারা যায়। নিশাত বরগুনা পৌরশহরের ক্রোক এলাকার গোলাম সরোয়ারের ছেলে।
বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন হাসান শাহিন জানান, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিল নিশাত। পরে সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যায় সে। খবর পেয়ে তার মৃতের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগে পরীক্ষার জন্য পাঠান।
এদিকে গত ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় বরগুনায়। এর মধ্যে মারা গেছে দুজন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৪ জন। এদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ১০ জন আর নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন।
এনএমএইচ/এসকে