কার্ডে ভুল তথ্য দিয়ে করোনা পরীক্ষা করেছে সেলিম হোসেন (কার্ডের পরিচয়ে) নামে এক ব্যক্তি।পরে করোনা পজেটিভ আসায় মোবাইল নম্বর ও তার দেয়া ঠিকানায় যোগাযোগে করে জানতে পারে এ পরিচয়ে কেউ ওই মহল্লায় নেই।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কার্ডে ভুল তথ্য দিয়ে এক ব্যক্তি করোনা পরীক্ষা করেছে।পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় কার্ডে মোবাইল নম্বরে যোগাযোগ করে বন্ধ পেয়েছি। তবে সাভার সদর ইউনিয়নের এক ইউপি মেম্বারের ছেলের ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ওই করোনা আক্রান্ত রোগী পালিয়েছে বলে জানা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রোগীকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
পরে তার ব্যবহৃত মোবাইল নাম্বার খোলা পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ধামরাই এলাকায় রয়েছে সে। তাকে ধরার জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ওই চিকিৎসক।
এসএমএম