• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ১০:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২০, ১০:১২ পিএম

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
চলছে র‌্যাবের অভিযান ● নাহিদ এম হোসেন লিটু

নিষেধাজ্ঞা অমান্য করায় বরগুনার তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কলেজ রোড এলাকায় অভিযান চালায় তারা।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় আরকে গিনি ভবন অ্যান্ড জুয়েলার্সের মালিক মিহির কর্মকারকে ১ হাজার, স্বর্ণালী অলংকার হাউজের মালিক মিন্টু কর্মকারকে ৩ হাজার টাকা ও মাসুম হার্ডওয়্যারে দোকান মালিক আবদুর রবকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন।

অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রইছ উদ্দিন।

তিনি বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব-৮। যারা এই আইন মানবে না তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এসএমএম

আরও পড়ুন