• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২০, ০৩:২১ পিএম

এবার লকডাউন নাটোর

এবার লকডাউন নাটোর

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ও প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এই লকডাউন কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

জেলা প্রশাসক শাহ রিয়াজ জানান, গত দুই দিনে নাটোরে একজন চিকিৎসক, একজন নার্সসহ মোট ৯ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মুক্ত রাখতে ও করোনা প্রতিরোধ করতে জেলাকে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

তিনি জানান, লকডাউন চলাকালে জেলার সড়ক পথ ও নদী পথে জেলায় আগমন-বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশ বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ী চলাচল করতে পারবে।

এসএমএম

আরও পড়ুন