• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০, ০৪:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২০, ০৪:৩৯ পিএম

করোনায় আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তার স্ত্রী

করোনায় আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তার স্ত্রী

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও তার স্ত্রী ঢাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য জানান।

ব্যারিস্টার রুহুল বলেন, আমাদের একজন আইনজীবী ও তার স্ত্রী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা টেস্টের পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তারা ভালো আছেন। আমার মাধ্যমে তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত এরই মধ্যেই স্থগিত হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে ২৫ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে আদালত পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে কিছু আইনজীবীদের আবেদনের প্রেক্ষাপটে স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এসএমএম

আরও পড়ুন