নড়াইল পৌরসভার ঘোড়াখালি এলাকায় বজ্রপাতে ইয়াছিন শিকদার (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘোড়াখালি বিলে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বজ্রপাতে আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিনের বাড়ি নড়াইল পৌর এলাকার ডুমুরতলা গ্রামে। তার বাবার নাম লুৎফর শিকদার। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এসএমএম