সাভারে বাবা-ছেলের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, পরীক্ষায় ৬০ বছর বয়সী বাবা ও তার ২৬ বছরের ছেলের করোনা পজিটিভ আসে। এ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা নমুনায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত সাভার থেকে ৩৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
সাভারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এরপর থেকে প্রতিদিন গড়ে একজন করে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছিল। কিন্তু গত সোমবার থেকে এই সংখ্যা বাড়তে থাকে। এর আগে গত মঙ্গলবার ১১ জনের নমুনা সংগ্রহ করে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এসএমএম