যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অন্যতম বৃহৎ নর্থ শোর হাসপাতালের গবেষণা শাখা অবিরাম খুঁজে চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) কে ঠেকানোর জন্য ভ্যাকসিন ও ওষুধ। তাদের গবেষকরা শোনালেন আশার বাণী।
তাদের দাবি, এই মারণ ভাইরাসকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দমন করা যাবে এক ওষুধ দিয়ে।
নর্থ শোর ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানায়, অ্যান্টি প্যারাসাইট ওষুধে এই ভাইরাসের সংক্রমণ দু’দিনে শেষ হয় ৷ এই ওষুধের কোনও খারাপ প্রভাব হয় না পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরনের ওষুধ সহজেই পাওয়া যায়৷
অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকেরও মত এই ওষুধের এক মাত্রা দেয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মৃত্যু হয়৷
করোনাভাইরাস যে পৃথিবীর সব দেশেই মৃত্যুষজ্ঞ চালাচ্ছে তাকে শেষ করতে এই ওষুধের ব্যবহার ‘পজিটিভ’ ফল দেবে বলেই এই চিকিৎসা বিজ্ঞানীদের দাবি৷
ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিকেল সেন্টার জানায়, এর আগেও বিভিন্ন সহজে সংক্রমণকারী রোগের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে ৷ এবার করোনা রোগীদের এই ওষুধ দিয়েও পজিটিভ ফল পাওয়া যাচ্ছে ৷
একইভাবে উটাহ বিশ্ববিদ্যলায়ের চিকিৎসকের মত ফুসফুসে জোরালো সংক্রমণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে৷
এসএমএম