• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২০, ১০:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২০, ১০:২০ পিএম

কোভিড-১৯

ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের ১২ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের ১২ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে নতুন করে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, ওই পরিবারটির দুই জন সদস্য আগেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

সোমবার (৪ মে) পরিবারটির আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন ১৯ জন।

জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জাফরপুরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হওয়ায় সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা আরও নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় বাসিন্দারা জানান যে জাফরপুরের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামটি লকডাউন করার ব্যাপারে আলোচনা চলছে। এখানে প্রায় তিন হাজার জনসংখ্যা রয়েছে।

এসএমএম

আরও পড়ুন