• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৮:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৮:৩৮ পিএম

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল পরে নিহত ১

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল পরে নিহত ১
নিজস্ব ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকষ্মিক ঝড়ে গাছের ডালের আঘাতে ইউনুস আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪ টার দিকে গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের হবিবর রহমান মণ্ডলের ছেলে। তিনি ওই সময় সেলুনে চুল-দাঁড়ি কাটাচ্ছিলেন।

সেলুন মালিকের ছেলে আপেল জানান, ‘‘আমি ইউনুস আলীর চুল কাটার পর দাঁড়ি সেভ করছিলাম। এ সময় হঠাৎ আকাশ মেঘ করে চারদিকে অন্ধকার হয়ে যায়। বাতাসের তীব্র গতিতে কিছু বুঝে ওঠার আগেই দোকানের পাশে থাকা কৃঞ্চচূড়ার গাছটি ওপড়ে পরে দোকানের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার পা কেটে গেছে ও আমার বাবা বুক এবং পা সামান্য ছিলে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে এসেছি। 

গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএল/এসএমএম

আরও পড়ুন