• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৯:৩৫ পিএম

বৈদ্যুতিক খুঁটির তার ধরে টানাটানিতে প্রাণ গেল দুই যুবকের

বৈদ্যুতিক খুঁটির তার ধরে টানাটানিতে প্রাণ গেল দুই যুবকের

কুমিল্লার চান্দিনায় পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার ধরে টানাটানি করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনার বাতাবাড়িয়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে আবু হানিফ (২২) ও আবদুল মবিনের ছেলে ইউনুছ মিয়া (১৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়- ওই এলাকার মৎস্য ব্যবসায়ী আবদুল হালিম এক্সিভেটর (ভেকু) দিয়ে ওই স্থানে মৎস্য প্রজেক্ট করেন। ওই মৎস্য প্রজেক্টের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিল এক্সিভেটর দিয়ে মাটি কাটার ফলে টানা তারের লকসহ (কাঠের টুকরো) উঠে যায়।

প্রত্যক্ষদর্শী অলিউল্লাহ জানান- মঙ্গলবার (৫ মে) আবু হানিফ ও ইউনুছ মিয়া পুকুরে গোসল করার সময় পানিতে ভেসে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তারের সাথে যুক্ত থাকা কাঠের টুকরো নিয়ে দুষ্টামির ছলে টানাটানি শুরু করে। এক পর্যায়ে ওই টানা তারটি মেইন তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তারা আহত হয়। পাশ্ববর্তী বাড়ির লোকজন দেখে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রোমানা আক্তার মৃত ঘোষণা করে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (টেকনিক্যাল) ইউনুছ আলী জানান- আমরা লাইন নির্মাণ করার সময় ওই টানা তার দিয়েছি। কেউ যদি সেটা উঠিয়ে ফেলে আর সেটা যদি আমাদের কেউ না জানায় তাহলে কি করার আছে।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এসএমএম

আরও পড়ুন