• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৪:০০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৪:০০ পিএম

বরগুনায় স্বাস্থ্য বিভাগকে তিনটি অ্যাম্বুলেন্স দিল পিএইচডি

বরগুনায় স্বাস্থ্য বিভাগকে তিনটি অ্যাম্বুলেন্স দিল পিএইচডি
নিজস্ব ছবি

বরগুনা স্বাস্থ্য বিভাগকে করোনা প্রতিরোধে নমুনা সংগ্রহের জন্য তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছেন পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)।

বুধবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জনের কাছে অ্যাম্বুলেন্স তিনটি হস্তান্তন করেন পিএইচডি।

পিএইচডির স্বাস্থ্য সমন্বয়কারী মোহাম্মদ বদিউজ্জামান জানান, উপকূলীয় জেলা বরগুনায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের কাজ ত্বরান্বিত করতে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেঅ্যাইড এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্প থেকে এই অ্যাম্বুলেন্স তিনটি দেয়া হয় জেলা স্বাস্থ্য বিভাগকে। এতে করে বরগুনা উপকূলের মানুষ উপকৃত হবে।

জেলার সিভিল সার্জন ডা. হুমায়ূন হাসান শাহিন খান বলেন, বরগুনায় অ্যাম্বুলেন্স খুব দরকার ছিল। এখন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে খুব দ্রুত নমুনা পাঠানো যাবে। 

এনএমএইচএল/এসএমএম

আরও পড়ুন