‘কোভিড-১৯ এর বিরুদ্ধে চীন ও বাংলাদেশের লড়াই, ২০২০’ শিরোনামে চলছে পোস্টার ডিজাইন প্রতিযোগিতা।
গত এক সপ্তাহে সাংগঠনিক কমিটি চীন ও বাংলাদেশ থেকে প্রায় ৫০টি ইলেক্ট্রনিক ও হাতে আঁকা পোস্টারের কাজ পেয়েছে।
অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের মধ্যে পেশাদার শিল্পীদের পাশাপাশি, চিত্রকলা অনুরাগী রয়েছেন; রয়েছেন নবীন বিশ্ববিদ্যালয় শিক্ষকের পাশাপাশি ঘরে বসে মহামারির বিরুদ্ধে লড়াইরত শিশুরাও।
তাদের সবার কাজেই গভীর ভাবনার প্রতিফলন ঘটেছে। তাদের তুলির টানে ফুটে উঠেছে মহামারি প্রতিরোধ সম্পর্কে নিজেদের হৃদয়ের কথা।
প্রতিযোগিতার সময়সীমা চলতি বছরের ১৮ জুন পর্যন্ত।
ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়ার ফেসবুক পেজে বলা হয়েছে, এখনও যারা অংশগ্রহণ করেননি, তারাও অংশ নিতে পারবেন। ইউএনবি।
এসএমএম