
দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) নিজ দপ্তর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এর আগে ৬ বছর গণমাধ্যমের সঙ্গে কাজ করেছি। অর্থাৎ আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কাজ করেছি। এখন রাষ্ট্রের মুখপাত্র হয়ে কাজ করবো। তিনি নতুন দায়িত্বে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
হাছান মাহমুদ বলেন, দেশে আজ এত চ্যানেল, এত অনলাইন এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
তিনি বলেন, বাংলাদেশ এক সময় সবচেয়ে দারিদ্র্য দেশের তালিকায় ছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
এমএম/এসএমএম